রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

পুকুরে দুই মাদরাসা ছাত্রের মরদেহ
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুই মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় ফতুল্লার ভুইয়ারবাগ এলাকার পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহতরা হলো, দেওভোগ ভূইয়ারবাগ এলাকার জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমানের ছেলে শাওন রহমান (৯) ও একই এলাকার মো. গাজীর ছেলে নয়ন গাজী (৯)। শাওন দেওভোগ পানির ট্যাংকি মাদরাসার আর নয়ন দেওভোগ মাদরাসার শিশু শ্রেণির ছাত্র।

পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, শাওন ও নয়ন একই বাসার ভাড়াটিয়া। দুইজনই বৃহস্পতিবার দুপুরে ঘুরতে বের হয়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।