শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ছাতক ও দ. সুনামগঞ্জে রিংটোন ব্যবসার আড়ালে পর্ণোগ্রাফি, আটক ১৬
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সুনাগঞ্জের ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় রিংটোন ব্যবসার আড়ালে পর্ণোগ্রাফি আপলোড-ডাউনলোড ও মেমরী কার্ডের মাধ্যমে সরবরাহ করার অপরাধে ১৬ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দিনব্যাপী ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ ও ছাতক শহরে অভিযান চালিয়ে ব্যবহৃত কম্পিউটারসহ ১৫ জন বৃহস্পতিবার দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার থেকে ১ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রনজিত রবি দাস (২০), তোফায়েল আহমদ(১৯), আমির হামজা (২০), জুনেদ আহমদ (২৪), ওলিউর রহমান (৩০), আফজাল আহমদ (২০), নুর উদ্দিন (২৫), বাদশা মিয়া (২২), রিপন মিয়া (২০), আনোয়ার হোসেন (২০), আবির সরকার (২২), আফজাল হোসেন (১৯), তারেক আহমদ (২২), আরমান হোসেন (২০) ও এলিম আহমদ (২০) ।

পুলিশ ও স্থানীয়দের অভিযোগ কম্পিউটারে রিংটোন ব্যবসার আড়ালে তারা নীল ছবি বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। উঠতি বয়সের যুবক-যুবতী ও স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা নীল ছবি মোবাইলের মেমোরী কার্ডে লোড নিত এসব কম্পিউটার ব্যবসায়ীদের কাছ থেকে। ফলে নৈতিক অবক্ষয়ের পাশাপাশি যুবসমাজ বিপথগামী হয়ে পড়ছিল বলে স্থানীয়দের অভিযোগ। বুধবার রাতে ছাতক সার্কেলের সিনিয়র এএসপি দুলন মিয়া ছাতক থানায় এক প্রেস ব্রিফিংকালে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

এদিকে দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে কম্পিউটারের মাধ্যমে পর্নোগ্রাফির ভিডিও সংরক্ষণ ও বিক্রির দায়ে রাকু সূত্রধর (২২) নামে একজনকে কম্পিউটারের পিসিসহ আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পাগলা বাজারে অভিযান চালিয়ে কম্পিউটারসহ এই ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

আটককৃত রাকু সূত্রধর উপজেলার পাগলা বাজারের জামান কমপ্লেক্সের কম্পিউটার ব্যবসায়ী এবং পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন মেস্তইর হাটি গ্রামের হাসু সুত্রধরের ছেলে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘উঠতি বয়সী কিশোর তরুণরা পর্নোগ্রাফি দেখছে। ফলে তারা বিপথগামী হচ্ছে। এমনকি স্কুল কলেজগামী শিক্ষার্থীরা এসব নোংরা জিনিষে আসক্ত হয়ে নৈতিকতার অবক্ষয় ঘটাচ্ছে। বাড়ছে যৌন হয়রানির মতো ঘটনা। আর এসব পর্ন ভিডিওকে কমমূল্যে এসব দোকানিরা সহজেই তুলে দিচ্ছে সাধারণের হাতে। এসব রোধ করতে আমাদের এই অভিযান। একজনের দোকানের কম্পিউটার তল্লাশি করে সত্যতা পেয়ে আটক করেছি। আককৃতকে আজ আদালতে প্রেরণ করা হবে।’