রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে হকার পুনর্বাসনে লন্ডনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মেয়র আরিফ
বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক



বিজ্ঞাপন

সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী লন্ডনে অধ্যয়নরত মেয়ে সাইকা তাবাসসুম চৌধুরীর কলেজের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এখন যুক্তরাজ্যে সফরে রয়েছেন। তবে এর মধ্যেও সময় দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের; কুশল বিনিময় করছেন তাদের সঙ্গে। এর পাশাপাশি গত রবিবার ও সোমবার লন্ডনের বিভিন্ন অস্থায়ী মার্কেট ঘুরে দেখেছেন তিনি। উদ্দেশ্য, সিলেটের যানজট সমস্যা এড়িয়ে কীভাবে হকারদের পুনর্বাসন করা যায় সে সম্পর্কে ধারণা নেওয়া।

মেয়র আরিফ জানান, সিলেটের যানজট সমস্যাকে এড়িয়ে কীভাবে হকারদের পুনর্বাসন করা যায় সে সম্পর্কে ধারণা নিতেই তিনি মার্কেটগুলো ঘুরে দেখেছেন।

তিনি বলেন, ‘লন্ডনে বিক্রেতারা ট্রাক বা ভ্যানে করে নির্ধারিত স্থানে অস্থায়ী দোকান বসাচ্ছেন। এ জায়গাও প্রতিটি কাউন্সিল থেকে বরাদ্ধ নেওয়া। বিকেল বেলা নির্ধারিত সময়ের আগেই দোকানিরা অস্থায়ী দোকান কেবল গুটিয়েই নিচ্ছেন না, স্থানটি নিজেরা পরিচ্ছন্নও করে দিচ্ছেন। কাউন্সিলের কর্মকর্তারাও দেখলাম তদারকি করছেন।’

উল্লেখ্য, মেয়র আরিফুল হক চৌধুরী গত ৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটরস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সপরিবারে যুক্তরাজ্য যাত্রা করেন। বাংলাদেশ সময় রাত ১১টায় তিনি লন্ডনে পৌঁছেন।

আরিফুল হক চৌধুরীর সফরসঙ্গী হিসেবে লন্ডন গেছেন স্ত্রী সামা হক চৌধুরী, ছেলে আসিফুল হক চৌধুরী, মেয়ে সাইকা তাবাসসুম চৌধুরী ও আফছা হক চৌধুরী।

আগামী ২২ সেপ্টেম্বর শনিবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।