হবিগঞ্জে বাসার ছাদ থেকে পড়ে সীমা আক্তার (১৪) নামে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৮ সেপ্টেম্বর শনিবার বিকাল সাড়ে ৫টায় শহরের ২নং পুল এলাকার হামিদ ম্যানশন দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়।
নিহত সীমা আক্তার হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব পইল গ্রামে আইনুল হকের কন্যা ও পইল উচ্চ বিদ্যালয়েল ৮ম শ্রেণির ছাত্রী। সীমা আক্তার ও তার পরিবার কুয়েত প্রবাসী আব্দুল কাইয়ুমের বাসায় ভাড়াটিয়া ছিল।
সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, ভবনের ছাদে কাপড় আনতে গেলে ভুলবশত পা পিছলে নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল ছুটে যায়। লাশের করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন।