রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন আহমদ খানকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ৫ সেপ্টেম্বর বুধবার রাত ৮টার দিকে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ সদর ইউনিয়নের ডিমাই বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত স্বপন আহমদ খান ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মো. কুতুব উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, স্বপন আহমদ খানের বিরুদ্ধে সিআর-৩২/১৫ মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা, সিআর-১২৮/১৪ মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং ৩৯ হাজার ৯শ’ টাকা জরিমানা, সিআর-১২৩/১৪ ও ৫৩/১৫ এনআইঅ্যাক্ট মামলায় (বিচারাধীন) আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে স্বপন আহমদ পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘স্বপনের বিরুদ্ধে দু’টি মামলায় সাজা পরোয়ানা ও আদালতে বিচারাধীন আরো দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়না ছিল। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে।