রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শ্রীমঙ্গলে ডিম পেড়েছে সবুজ ফণিমনসা
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

শ্রীমঙ্গলে সবুজ ফণিমনসা সাপ ৪টি ডিম পেড়েছে। সোমবার ভোর রাতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি খাঁচায় বসবাসকারী সবুজ ফণিমনসা সাপটি একে একে চারটি ডিম পাড়ে।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এর আগে অন্যান্য সাপ ডিম পেড়ে ছানা ফুটালেও ফণিমনসা সাপের ডিম পাড়ার ঘটনা এই সেবাকেন্দ্রে এই প্রথম বলে জানিয়েছেন সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।

তিনি জানান, ফণিমনসা সাপটি যাতে নির্বিঘ্নে ডিম থেকে ছানা ফুটাতে পারে সেজন্য বিশেষ পরিচর্যা ও দেখভাল করা হচ্ছে।

সজল দেব জানান, আজ থেকে প্রায় দেড় মাস আগে শ্রীমঙ্গল উপজেলার শিশির বাড়ির একটি লেবু বাগান থেকে বেশ কিছু পাহাড়ী কলার ছড়ি শহরের নতুন বাজারে বিক্রির জন্য একটি জিপগাড়িতে নিয়ে আসার পথে চোখে হঠাৎ চোখে পড়ে গাড়িতে একটি সবুজ রঙের ফণিমনসা সাপ নড়াচড়া করছে। তৎক্ষণাৎ চালক গাড়ি থামিয়ে সাপটিকে মারতে চাইলে অসিত দেব নামে স্থানীয় এক যুবক তাতে বাধা দিয়ে সাপটিকে ধরে স্থানীয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

সেবা ফাউন্ডেশনের লোকজন সেখান থেকে সাপটিকে উদ্ধার করে তাদের ফাউন্ডেশনে নিয়ে যান।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, সাপটি উদ্ধার হওয়ার কয়েক দিন পর বনে ছেড়ে দেয়ার কথা ছিলো। কিন্তু কয়েক দিন সাপটির নড়াচড়া একটু কম দেখে তিনি ধারণা করছিলেন সাপটি হয় অসুস্থ-না হয় ডিম দিতে পারে। এক পর্যায়ে সোমবার ভোরে এক এক করে ৪টি ডিম পাড়ে।

তিনি জানান, এ জাতীয় সাপ ডিম পাড়ার পর ২৮ থেকে ৩২ দিন ডিমে তা দেয়। এরপর তারা ডিম থেকে বাচ্চা ফোটায়। এ পর্যন্ত অপেক্ষা করে লাউয়াছড়া বনে সাপটিকে অবমুক্ত করবেন।