মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ওসমানীনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেটে ওসমানীনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইয়ালিছ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকার ইসলাম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের প্রাইভেট কার চালক কামরুজ্জামান আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রাতে নিজস্ব প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন ইয়ালিছ মিয়া। পথে ইসলাম ফিলিং স্টেশনের সামনে এলে তিনজন দুর্বৃত্ত পথরোধ করে তার বুকে ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে চালক কামরুজ্জামান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিরুল ইসলাম।