শনিবার, ২ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বিয়ানীবাজারে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ ২ যুবক আটক
বিশেষ সংবাদদাতা

বিশেষ সংবাদদাতা



বিজ্ঞাপন

বিয়ানীবাজার উপজেলায় আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। ২৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার মেওয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব মুড়িয়ার আব্দুল বাছিতের পুত্র মারুফ আহমেদ ও জকিগঞ্জ উপজেলার নয়াগ্রামের ছুরাব আলীর পুত্র মাছুম আহমদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৯৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।