শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে র‌্যাবের অভিযান
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সিলেটে ঈদের ছুটিতে নিরাপদ সড়ক-মহাসড়ক নিশ্চিত করতে এবং বৈধ কাগজপত্র যাচাই ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটে গত দুইদিনে বিশেষ চেকপোস্ট বসিয়ে ২৫৫টি বিভিন্ন ধরনের গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে র‌্যাব-৯ এর সদস্যরা।

অভিযানে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় ও সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওয়াইজখালি সেতু এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় র‌্যাব।

কাগজপত্র ঠিক না থাকায় তিন জায়গায় মোট ২৫৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করে র‌্যাব এবং ৫টি গাড়িকে দক্ষিণ সুরমা থানায় ও ২৫টি গাড়ি জব্দ করে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ২৩ ও ২৪ আগস্ট সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র‌্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী, সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ২৫৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করে র‍্যাব। সেই সঙ্গে ৫টি গাড়িকে দক্ষিণ সুরমা থানায় ও ২৫টি গাড়ি জব্দ করে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।