মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না বাহুবলের নিলিমার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

হবিগঞ্জের বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার এলাকায় বাস চাপায় নিলিমা বেগম নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলিমা দ্বিগম্বর গ্রামের খোয়াজ আলীর মেয়ে ও দ্বিগম্বর কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, দুপুরে বিদ্যালয় ছুটি হলে নিলিমা স্কুল থেকে বের হয়। এ সময় বেপরোয়া গতিতে সিলেটগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখলে রাস্তার দুপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও জনপ্রতিনিধি গিয়ে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।

বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, কেউই বাসটির নাম বলতে পারছেন না। হাইওয়ে পুলিশকে সব জায়গায় বলে রাখা হয়েছে। এ সময় কোনো বাসটি ওই স্থান দিয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে বাসটির নাম জানার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ নিহতের পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।