বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আজমল বখত চৌধুরী সাদেকের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় গত ১০ জুলাই বদরুজ্জামান সেলিমকে দলটির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি।
যদিও পরবর্তীতে প্রার্থীতা প্রত্যাহার করে ধানের শীর্ষ মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন দেন সেলিম। তবুও শেষ রক্ষা হলো না তার।
সেলিমকে বহিষ্কারের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগে দলের গঠনতন্ত্র মোতাবেক সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের নেতাকর্মীদেরকে এখন থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ না রাখতে আহ্বানও জানায় বিএনপি।’
এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে আজমল বখত চৌধুরী সাদেককে দায়িত্ব দিয়েছে দলটি।