সৌদি আরবের পবিত্র শহর মদিনার মসজিদে নববীতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। এতে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন সিলেটের সন্তান হাফেজ হোসাইন আহমদ। হাফেজ হোসাইন আহমদ রাজধানীর যাত্রাবাড়িস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।
এই প্রতিযোগিতার সফল হওয়ার জন্য হাফেজ হোসাইন আহমদ দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন।
প্রসঙ্গত, এর আগেও এই মাদ্রসার ছাত্ররা ৮ বার সৌদি আরবের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য পেয়েছেন। এসব ছাত্রের মধ্যে হাফেজ তরিকুল ইসলাম বিশ্বের ১০৩ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলো।