রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ছাতকে বজ্রপাতে নিহত ২
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক বজ্রাঘাতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ জন আহত হয়েছেন। ১২ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের লুলু দাসের ছেলে হৃদয় দাস (১৪) বাড়ির পাশে হাওরে জাল দিয়ে মাছ ধরতে গেলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় রঞ্জন দেবনাথ নামে আরেক কিশোর আহত হয়েছে। সে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে উপজেলার সুরমা নদীতে নোঙর করা একটি নৌকায় কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে মামুন মিয়া (২৮) নামে এক মাঝি মারা যায়। তার বাড়ি পিরোজপুর জেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।