রবিবার, ১৯ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় অর্ধলক্ষ শিক্ষার্থী পেল নতুন বই



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজরের বড়লেখায় বছরের প্রথম দিন সোমবার উৎসবমুখর পরিবেশে প্রাথমিক, মাধ্যমিক ও দাখিলের প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর হাতে তোলে দেওয়া হল নতুন বই। কেক কেটে পাঠ্যবই উৎসবের উদ্বোধন করেন ইউএনও নাজরাতুন নাঈম।

বড়লেখা পাথারিয়া ছোটলেখা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লিন্টু চন্দ্র দে’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ বদরুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও নাজরাতুন নাঈম। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, সহকারি শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব, স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি মো. ফখরুল ইসলাম, শিক্ষক ও অভিভাবক কমিটির সভাপতি মো. মতিউর রহমান, সহসভাপতি মাহতাব উদ্দিন প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, বই উৎসবে বড়লেখা উপজেলার মাধ্যমিক ও দাখিল স্তরের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর মাঝে প্রায় সাড়ে ৩ লাখ পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার প্রাথমিক স্তরে ৪৬ হাজার শিক্ষার্থীর নতুন পাঠ্যবইয়ের চাহিদা ছিল। বছরের প্রথম দিন সোমবার ৩১ হাজার ছাত্রছাত্রীর মধ্যে বই বিতরণ সম্পন্ন হয়েছে।