বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের, আরেক বোন হাসপাতালে



বিজ্ঞাপন

লাতু ডেস্ক:: সুনামগঞ্জের ছাতকে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে। মৃত দুই শিশু উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর (মুসলিমকোনা) গ্রামের ময়না মিয়ার মেয়ে।

তারা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (২৬ জুন) দুপুরে ময়না মিয়ার ৩ মেয়ে মোছা. তাফসিয়া বেগম (৯), মোছা. তানজিনা বেগম (৪) ও মোছা. তায়্যিবা বেগম (৫) বাড়ির সামনের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে ওসমানীতে নিয়ে আসার পথে মারা যান মোছা. তানজিনা বেগম ও মোছা. তায়্যিবা বেগমকে মৃত ঘোষণা করেন। আর অসুস্থ অবস্থায় মোছা. তাফসিয়া বেগম ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির।