বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

দিরাইয়ে জলমহাল দখল নিয়ে দু’গ্রুপ মুখোমুখি
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সুনামগঞ্জের দিরাই উপজেলার বাগুয়া নদী নামক জলমহাল দখলকে কেন্দ্র করে তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জাহেদ চৌধুরী ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আল আমীন চৌধুরীর নেতৃত্বে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী গংরা জোরপূর্বক জলমহালটি অবৈধভাবে ভোগ দখল করতে দক্ষিণ নাগেরগাঁও সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাসসহ জেলেদের ওপর হামলা করেন।

হামলায় সমিতির নারী সদস্য শেফুল রানী দাসসহ একাধিক জেলে আহত হন।

এদিকে জেলেদের পক্ষে অবস্থান নেন ইউনিয়ন যুবলীগ নেতা জাহেদ চৌধুরী ও আল আমিন চৌধুরী গংরা।

এ নিয়ে এলাকায় দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তবে আহমদ চৌধুরী দাবি করছেন, জলমহালের অংশীদারিত্ব নিতে সমিতির সম্পাদক ধনঞ্জয় দাসকে আড়াই লাখ টাকা দিয়েছেন জলমহালের খাজনা দেয়ার জন্য, বিষয়টি মেয়র মোশাররফ মিয়াও অবগত আছেন বলে জানান তিনি।