মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক



বিজ্ঞাপন

শ্রীমঙ্গল উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক বশির আহমেদ (৪৮) মারা গেছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মৌলভীবাজার রোডের ৬ নং ব্রিজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত বশির আহমেদ শ্রীমঙ্গল উপজেলার রামনগর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত বশির মোটরসাইকেল চালিয়ে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল আসছিলেন। হঠাৎ তার মোটরসাইকেলের সামনে একটি কুকুর চলে আসলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে মারাত্মক আহত হন। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।