সুনামগঞ্জের ছাতকে উপজেলায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ২০ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জে বিএনপির একটি সভা শেষে ফেরার পথে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ছাতক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ মধু, বিএনপি নেতা ইয়াকুব আলী মাষ্টার, রহমত আলী, আব্দুল্লাহ আল মামুন, রুকন আহমদ ও ইমরান মিয়া।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তফা জানান, নাশকতা সৃষ্টির আশংকায় তাদের আটক করা হয়।