শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে আজ শ্রমিক সমাবেশ, বন্ধ থাকবে দূরপাল্লার বাস
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সড়ক পরিবহণ আইন ২০১৮-এর ‘শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা’ বাতিলের দাবিতে শনিবার সিলেটে শ্রমিক সমাবেশ করবে সিলেট বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

দুপুর ১২টা থেকে সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে এই বিভাগীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আর এ উপলক্ষে শনিবার ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেটে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।

সিলেট বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, সমাবেশ উপলক্ষে শনিবার সকাল ৬ থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেটে দূরপাল্লার বাস যাতায়াত বন্ধ থাকবে।

এতে চলাচলে সাময়িক এ অসুবিধার জন্য যাত্রী সাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিক সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওছমান আলী। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সহ সভাপতি সাদিকুর রহমান হিরু।