রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখার শাহবাজপুরে মদসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে ১ বোতল ভারতীয় মদ এবং ৪ লিটার চোলাই মদসহ আবুল কালাম আজাদ (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। ৯ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শাহবাজপুর বাজারের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবুল কালাম আজাদ উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের ইছহাক আলীর পূত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শাহবাজপুর বাজারের বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে আজাদকে আটক করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২টি প্লাস্টিক বোতলে ৪ লিটার চোলাই মদ এবং ১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিষয়টি শাহবাজপুরডটকম’কে নিশ্চিত করে উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মদসহ তাকে আটক করা হয়। আটককৃতকে আসামি করে মাদক আইনে বড়লেখা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’