রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জে কিশোরী সমাবেশ
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

গোলাপগঞ্জ উপজেলায় আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে অপুষ্টির চক্র প্রতিরোধের প্রয়াসে কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও কিশোরী দলনেতা লায়লা বেগমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস’র গভর্নেন্স কমিউনিটি ডেভোলপমেন্ট অফিসার মো. সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন্ত ব্যানার্জি, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. বদিয়ার রহমান, ইউনিয়ন কর্ডিনেটর আবুল কালাম আজাদ, মনিটরিং অফিসার কাজী আনিছুর হক, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি জাহিদ উদ্দিন, জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি খালেদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কিশোরীদের মধ্যে পুষ্টি নিয়ে তর্ক-বিতর্ক, গান, নাচ, নাটিকা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।