গ্রেটার বড়লেখা এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভা গত ১ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের মাইল্যান্ডের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ সভাপতি সুফিয়ান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত খানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলাম উদ্দিন।
সভায় সংগঠনের উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আহমদ হোসেন চৌধুরী নাজিম, হাফিজ উদ্দিন, মো: ছমির উদ্দিন সুজা, বদরুল ইসলাম, জাকির হোসেন, হাকিম এইচ এমএ জলিল, নাঈম সাঈদ আশুক, আবুল কালাম রুকন, তারা আহমদ সুমন, আবির হোসেন, সিরাজ উদ্দিন, নুরুল ইসলাম বাবু, আব্দুল খান পংকি, আলী, রুহুল আমিন, মাহবুবুল রশিদ মুসা, আব্দুল হোসেন, আনোয়ার হোসেন, ফয়সল রহমান, কামরুল ইসলাম প্রমুখ।
সভায় সংগঠনের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয় সংগঠনের বার্ষিক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ১৫ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি