রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

দ্বিতীয়বারের মতো মেয়রের চেয়ারে বসলেন আরিফুল হক চৌধুরী
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে টানা দ্বিতীয়বারের মতো মেয়রের চেয়ারে বসলেন আরিফুল হক চৌধুরী। ৮ অক্টোবর সোমবার নগর ভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তিনি সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হকের কাছ থেকে বিকাল ৩টা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন।

এর আগে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন নবনির্বাচিত মেয়র। এসময় তার সাথে বেশ কয়েকজন কাউন্সিলর, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারত শেষে মেয়রের দায়িত্বগ্রহণের জন্য নগরভবনে প্রবেশ করলে আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।