রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

সিলেটের গোলাপগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ অক্টোবর সোমবার ভোরে উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘায় একটি ব্রিজের নিচ থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে দক্ষিণ বাঘার রুস্তমপুর যাওয়ার পথে ব্রিজের নিচে এক ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী। এ সময় তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে বাঘা ইউপির চেয়ারম্যান সানা মিয়া জানান, সকালে লোকমুখে শুনে গ্রামের সবাই লাশটি দেখতে যাই। কেউই লাশটি দেখে সনাক্ত করতে পারেননি। এ সময় অজ্ঞাত মৃত ব্যক্তির পরনে একটি সাদা পাঞ্জাবী ও গলায় গামছা পেছানো ছিল বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।