রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় মীনা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

‘মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় মীনা দিবস-২০১৮ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ।

মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর ভর্তি, ঝরে পড়া রোধ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মীনা দিবস উদযাপন করা হয়। ১৯৮৯ সাল থেকে সারা দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে।