রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখা সরকারি কলেজে ‘আলহাজ মো. শাহাব উদ্দিন’ আইসিটি ভবন উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজে চারতলা বিশিষ্ট ‘আলহাজ মো. শাহাব উদ্দিন’ আইসিটি ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার ২৪ সেপ্টেম্বর সকালে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন এ ভবনের উদ্বোধন করেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তাবায়নে ভবন নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ কোটি ৮০ লক্ষ টাকা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, সহকারি কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ।