রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বিয়ানীবাজারে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে সংঘর্ষ: আহত ৩, উত্তেজনা
বিয়ানীবাজার সংবাদদাতা

বিয়ানীবাজার সংবাদদাতা



বিজ্ঞাপন

বিয়ানীবাজার উপজেলার দুবাগ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে দুই গ্রুপের ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত হয়েছেন।

২৩ সেপ্টেম্বর রোববার দুপুরে নির্বাচন চলাকালীন দুবাগ স্কুল এন্ড কলেজের নির্বাচনী কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহতরা হলেন- রাসেল আহমদ (২৭), তাজুল ইসলাম (৩০), আপ্তাব আলী(৪০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে তাজুল ইসলাম ও রাসেল আহমদকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসা দিয়ে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলা দুবাগ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন চলাকালে নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টা চালায় আপ্তাব মেম্বারের সমর্থকরা। এ সময় তাদের বাধা দেয় অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাল হোসেনের সমর্থকরা। এ নিয়ে কেন্দ্রের সীমানার মধ্যে দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রুপ।

বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর বলেন, দুবাগ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনে কেন্দ্রের ভেতরে পুলিশ মোতায়েন ছিল। সংঘর্ষ ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে।