মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর রোববার রাতে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সভা কক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকীর সঞ্চালনায় আহবায়ক সোয়েব আহমদ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্য ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জোবায়ের লিটন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিধান চন্দ্র দাস, এমএ মোহিত, ইমান উদ্দিন ও সাজেদুল মজিদ নিকু।
সভায় চলতি বছরে প্রকাশিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বড়লেখা উপজেলার শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত ১০ জুলাই বঙ্গবন্ধু ফাউন্ডেশন উপজেলার এ কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। সংবাদ বিজ্ঞপ্তি