সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকার স্বর্ণসহ মো. জাহিদ মিয়া নামে এক চোরাচালানীকে আটক করা হয়েছে।
আটক জাহিদ সিলেট নগরের বশেখঘাট কলাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
বুধবার সকাল পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের BG-228 ফ্লাইটে আবুধাবি থেকে আসা বিমানে তল্লাশি করে বিমানের 10/A নম্বর সিটের ভেতর থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ, ৯০ হাজার টাকা।
ওসমানী বিমানবন্দরের আর্ম পুলিশের অতিরিক্ত এসপি জয়নাল আবেদীন জানান, বাংলাদেশ বিমানের BG-228 বিমান ফ্লাইট আবুধাবি থেকে সকাল ৬টা ৪৩ মিনিটে ওসমানী আন্তর্জাতিক ববিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে চোরাচালান আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশ পরিদর্শক (সঃ) মো. কোহিনূর আহমদ ও এএসআই (নিরস্ত্র) খালেদ মিয়ার নেতৃত্বে বিমানে তল্লাশি করে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৮ লাখ, ৯০ হাজার টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের বারগুলো কাস্টমসের বিমানবন্দর শাখায় জমা দেয়া হয়েছে। আটক যাত্রীর পাসপোর্ট ও টিকিট পর্যালোচনা করে দেখা গেছে তিনি নির্ধারিত সিট নং 10/A এর পরিবর্তে 10/C সিটে বসেছিলেন এবং তিনি বিগত এক মাসের মধ্যে কয়েকবার বিদেশ থেকে আসা-যাওয়া করেছেন।