শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখার দক্ষিণ শাহবাজপুরে ৫টি চোরাই মহিষ আটক, নিলামে বিক্রি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারথল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫টি চোরাই মহিষ আটক করেছে বিজিবি। চোরাকারবারীরা মহিষগুলো অবৈধভাবে ভারত থেকে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে ছোটলেখা চাবাগানের জঙ্গলে রেখেছিল।

রোববার বোবারথল বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত নিলামে মহিষগুলো প্রায় পৌনে ২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা চা বাগানের জঙ্গলে ভারত থেকে চোরাই পথে আনা কয়েকটি মহিষ রাখার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বোবারথল ক্যাম্পের ইনচার্জ নায়েব সুবেদার আলতাফ হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা শনিবার সকালে অভিযান চালিয়ে ৫টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেন।

বিজিবি লাতুর কোম্পানী কমান্ডার সুবেদার ইমাম হোসেন রোববার বিকেলে জানান, আটক চোরাই মহিষগুলোর নিলাম ডাক রোববার দুপুরে বোবারথল ক্যাম্পে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে সাবুল আহমদ নামে এক ব্যক্তি ভ্যাটসহ ১ লাখ ৭৪ হাজার ৪০০ টাকায় মহিষগুলো ক্রয় করেছেন।