বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে সালমান (২০) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাহবাজপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেফতারকৃত সালমান উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ছাতারখাই গ্রামের রফিক উদ্দিনের পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন শাহবাজপুরডটকম’কে বলেন, বড়লেখা থানার জি/আর নং ১০৬/১৭ (বড়) এবং বাংলাদেশ দণ্ডবিধির ১৮৩/৩৪১/৩২৫/৩০৭/৫০৬ ধারায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।