রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা চ্যাম্পিয়ন
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

গোলাপগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল সম্পন্ন হয়েছে।

এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোলাপগঞ্জ পৌরসভা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ১৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় লক্ষণাবন্দ ইউনিয়ন ফুটবল দল ও গোলাপগঞ্জ পৌরসভা ফুটবল দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্যভাবে শেষ হলে ট্রাইবেকারের মাধ্যমে ম্যাচের নিস্পত্তি ঘটে। ট্রাইবেকারে ৫-৪ গোলে বিজয়ী হয় গোলাপগঞ্জ পৌররসভা ফুটবল দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ।

গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ ও শিক্ষক ছালেহ আহমেদের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার ফনিন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, সহকারী শিক্ষা অফিসার পারভেজ তালুকদার, সমবায় অফিসার জামাল মিয়া, মোহাম্মদ লুৎফুর রহমান, আমুড়া ইউনিয়ন চেয়ারম্যান রুহেল আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, লক্ষণাবন্দ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু আহমদ, সমাজসেবী অজি মোহাম্মদ কাওছার, খলকুর রহমান খলকু প্রমুখ।