মৌলভীবাজারের বড়লেখায় গণপরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য কলেজছাত্র মুন্না আহমেদ নান্নুকে (২৩) এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
১০ সেপ্টেম্বর সোমবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামী মুন্না আদালতে উপস্থিত ছিলেন।
মুন্না উপজেলার মাইজগ্রামের আমির উদ্দিনের ছেলে এবং বিয়ানীবাজার কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।
আদালতের এপিপি গোপাল দত্ত জানান, ২০১৬ সালে ফেসবুকের মাধ্যমে কিছু বন্ধুদের সাথে মুন্না আহমদের পরিচয় হয়। তারা সবাই মিলে মিথ্যা পরিচয়ের (ফেক আইডি) মাধ্যমে ফেসবুক চালাতো। বিভিন্ন গণপরীক্ষা যেমন এসএসসি, দাখিল, ডিগ্রি ইত্যাদি পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুকে তাদের তৈরি গ্রুপের মাধ্যমে ফাঁস করে পরীক্ষার্থীর নিকট থেকে বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করতো। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্নার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।