মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ৫ প্রার্থী
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু ও বিএনপি মনোনীত প্রার্থী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমদ চৌধুরীসহ পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৯ সেপ্টেম্বর রোববার বিকেল থেকে প্রার্থীরা জেলা নির্বাচন অফিসের সিনিয়র কর্মকর্তা ও গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার খোরশেদ আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এদিন বিকেল সাড়ে ৩টায় প্রথমে সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রাবেল মনোনয়নপত্র জমা দেন।

এরপর বিকেল ৪টায় মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌরসভার প্রতিষ্ঠাতা সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ পাপলু। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সদস্য হাসিনা বেগম, মহানগর ছাত্রলীগের সেক্রেটারি আব্দুল আলিম তুষার, আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ।

পরে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন বিকাল ৪টা ১২ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। তিনি পৌর বিএনপির সাবেক সভাপতি ও বিগত নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবার শুরু থেকেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছেন।

এরপর বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস বিপুল সংখ্যক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তিনি প্রথমে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করার কথা থাকলেও তাঁর নিজ এলাকাবাসীর চাপে দলীয় মনোনয়ন ফেরত দিয়ে স্বতন্ত্র প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নেন।

সবশেষ বিকাল ৫টায় বিএনপির প্রার্থী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাজু আহমদ চৌধুরী মনোনয়ন পত্র জমা দেন। এসময় তাঁর সাথে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা নোমান উদ্দিন মুরাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে আজ ১০ সেপ্টেম্বর সোমবার মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এবং ১৭ সেপ্টেম্বর সোমবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ হবে আগামী ৩ অক্টোবর বুধবার।