রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

যুবলীগ অফিসে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম মোশারফ হোসেনকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

৮ সেপ্টেম্বর শনিবার দিনগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর বাজারে ইউনিয়ন যুবলীগ অফিসে এ ঘটনা ঘটে। মুখোশ পরা দুর্বৃত্তরা গুলিতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাফিজুর রহমান নামের স্থানীয় একজন জানান, রাতে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগ অফিসে মতবিনিময় করছিলেন চেয়ারম্যান কেএম মোশারফ। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে তিনটি মোটরসাইকেলে এসে মুখোশ পরা কে বা কারা তাকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে ঘটনাস্থলেই চেয়ারম্যান মারা যান।

এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, আমি ছুটিতে রয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে।