রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শ্রীমঙ্গলে যুব মৈত্রীর সম্মেলন অনুষ্ঠিত: মুসরাফিয়া সভাপতি, সৌরভ সাধারণ সম্পাদক
বিশেষ প্রতিবেদক

বিশেষ প্রতিবেদক



বিজ্ঞাপন

বাংলাদেশ যুব মৈত্রী শ্রীমঙ্গল উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জামাল মুসরাফিয়াকে সভাপতি ও সৌরভ ঘোষকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ মিনার।

সম্মেলনে সংগঠনের উপজেলা আহবায়ক জামাল মুসরাফিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, যুব মৈত্রী কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আফরোজ আলী, জেলা যুগ্ম আহবায়ক তাপষ কুমার ঘোষ, ছাত্র মৈত্রীর জেলা সাধারণ সম্পাদক অজিৎ বুনার্জি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুব মৈত্রীর কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ মিনার বলেন, দেশে প্রতিবছর বেকারত্বের সংখ্যা বাড়ছে, এই শিক্ষিত কর্মক্ষম যুবকদের সময় মতো কর্মসংস্থান না হলে এরা দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। একজন মানুষকে অপরাধী হওয়ার জন্য তার অর্থনৈতিক অবস্থার একটা সম্পর্ক রয়েছে। শিক্ষিত যুবকদের সঠিক সময়ে কাজে না লাগালে হতাশায় তারা নানা অপরাধে জড়িয়ে যায়। সুতরাং বেকার যুবকদের সরকার হয় কর্মসংস্থান দিবে নয় বেকার ভাতা দিতে হবে।