রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কেন্দ্রীয় নির্দেশে মাঠে সামাদ পুত্র ডন
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ আবদুস সামাদ আজাদের পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আজিজুস সামাদ ডন বলেছেন, কেন্দ্রীয় নির্দেশে মাঠে নেমেছি। তবে কোনো অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করা যাবে না। তিনি বলেন, সামাদ আজাদকে ব্যবহার করে আজকে যারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছেন, তারা সামাদ আজাদকে ভুলে গেলেও তৃণমুলের সাধারণ নেতাকর্মীরা মনে রেখেছেন।

৫ সেপ্টেম্বর বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ ডন।

তিনি বিকেল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামে গণসংযোগ ও কুশল বিনিময় করেন।

উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উল্লেখ করে সামাদ বলেন, দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে বৈপ্লবিক উন্নয়ন করেছে। এই সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য আহবান জানান

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মনাফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ ছাব্বির আহমদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন আহমদ, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর কাউন্সিলর আবাব মিয়া, সুহেল আহমদ, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, সাধারণ সম্পাদক কবির মিয়া, ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু, মিটুন দেব, সুজেল মিয়া প্রমুখ।