মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জে ইউপি সদস্য’র উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেলের সদস্য ও ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদের উপর চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কর্তৃক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় ঢাকাদক্ষিণ বাজারে ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিমের সভাপতিত্বে ও ব্যবসায়ী গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলিব মছন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি হাজী বদরুল ইসলাম জামাল, আফজল হোসেন রফি, ইউপি সদস্য সেলিম আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুন নূর মসলাই, বণিক সমিতির সদস্য জাবেদ আহমদ, সাংবাদিক গোলাম রসুল খান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকাদক্ষিণ বাজারের বণিক সমিতির সেক্রেটারি, শিক্ষানুরাগী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেলের সদস্য সেলিম আহমদকে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে সন্ত্রাসী, চাঁদাবাজ কর্তৃক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে। বক্তারা অনতিবিলম্বে সেলিম আহমদের উপর থেকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, প্রবীণ মুরব্বি আব্দূন নুর মছলাই মিয়া, ইউপি সদস্য রেজাউল ইসলাম রাজু, শেখ মখবিল আলী, আব্দুল করিম কাশীমি, নিজাম উদ্দিন, হোসেন আহমদ, কাওছার আহমদ কস্তন, শেখ খছরুল ইসলাম, নকুল রাম মালাকার, জাকারিয়া হোসেন উজ্জল, গোলাম মোস্তফা, বণিক সমিতির যুগ্ম সম্পাদক মনসুর আহমদ, সহ সভাপতি রিন্টু আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সদস্য জাবেদ মাহমুদ, আব্দুল করিম, শ্রমিক নেতা কামরান আহমদ, কয়েছ আহমদ, আতাউর রহমান, কামরুজ্জামা কামরুল, দক্ষিণ দত্তরাইল ইয়ূথ সোসাইটির সভাপতি রুহুল আমিন, ব্যবসায়ী জিয়াউল হক জিয়া, রাজন আহমদ, দেলোয়ার আহমদ, নাহিদ জামান, জুয়েল আহমদ প্রমুখ।