রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেটের কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কে ট্রাক চাপায় সুজ্জাত আহমদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়কের পাড়ুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক আরোহী আহত হয়েছেন ।

নিহত সুজ্জাত আহমদ উপজেলার পাড়ুয়া মাঝপাড়ার মিরাস আলীর পুত্র।

আহত অপর মোটরসাইকেল আরোহী প্রবীর মিত্র সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা। প্রবীরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার এস আই হারুনুর রশিদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ভোলাগঞ্জ থেকে সিলেটগামী পাথর বোঝাই ট্রাক মোটরসাইকলে আরোহী সুজ্জাত ও প্রবীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সুজ্জাত আহমদ।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ট্রাকটি সনাক্ত করার চেষ্টা চলছে।