শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সৌদি আরবের কাছে ৪০০ লেজার-নিয়ন্ত্রিত বোমা বিক্রি বন্ধ করল স্পেন
খবর: বার্তা সংস্থা এএফপি

খবর: বার্তা সংস্থা এএফপি



বিজ্ঞাপন

সৌদি আরবের কাছে লেজার-নিয়ন্ত্রিত ৪০০ বোমা বিক্রির একটি চুক্তি মঙ্গলবার স্পেন বাতিল করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইয়েমেনে বিদ্রোহী দলগুলোর বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেয়া সৌদি আরবের সঙ্গে ২০১৫ সালে বোমা বিক্রির এই চুক্তি করেছিল দেশটি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, অস্ত্র কেনার জন্য সৌদি আরবের দেয়া ১০.৬ মিলিয়ন ডলার ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেনের নতুন সমাজতন্ত্রবাদী সরকার। আগের রক্ষণশীল সরকার ওই চুক্তি স্বাক্ষর করেছিল।

সংশ্লিষ্ট মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। আগস্ট মাসে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ‘ভুলক্রমে’ ৪০ শিশুসহ বহু বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর স্পেন অস্ত্র বিক্রি বাতিলের ঘোষণা দিল।

সৌদি জোট দাবি করেছে, তারা বিদ্রোহীদের বহনকারী একটি বাসে লক্ষ্য করে ওই হামলা চালিয়েছিল। বিশ্বজুড়ে এর নিন্দা জানানো হয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ওই হামলার ‘বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ’ তদন্তের দাবি জানিয়েছে।

শিয়া হুথি বিদ্রোহীরা ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ জোটের অন্য সদস্যরা ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে।

সেখানে সংঘর্ষে প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছে যার মধ্যে ২,২০০ জন শিশু। জাতিসংঘ এই ঘটনাকে ভয়াবহতম মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে সৌদি আরবে অস্ত্র রফতানিকারকদের মধ্যে অন্যতম হচ্ছে স্পেন। গ্রিনপিস ও অক্সফামসহ আরও কয়েকটি মানবাধিকার সংগঠন মঙ্গলবার সৌদি আরবের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানায় স্পেনকে।