বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম পৌঁছেছেন। আজ ৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা দেড়টার দিকে মন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বরথল এলাকার হ্যালিপ্যাডে এসে অবতরণ করে।

এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ মন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেখান থেকে মন্ত্রী গাড়িযোগে ৫০ শয্যা বিশিষ্ট জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদানের জন্য জুড়ীর দিকে রওয়ানা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও স্থানীয় সংসদ মো. শাহাব উদ্দিন। পরে মন্ত্রী ৫০ শয্যা বিশিষ্ট বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করবেন।

এছাড়াও তিনি স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।