রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখার শাহবাজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা



বিজ্ঞাপন

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে হিন্দু ধর্মাবলম্বীদের (সনাতন) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৪তম জন্মাষ্টমী উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর রোববার শাহবাজপুরের রাজপুর (কুমার পাড়া) দূর্গা মন্ডপ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শাহবাজপুর বাজার হয়ে ভট্টশ্রী শ্রী শ্রী কালাচাঁদ মিলন মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় রাজপুর (কুমারপাড়া) পূজা উৎযাপন পরিষদের সভাপতি দিলীপ রুদ্র পাল, সাধারণ সম্পাদক শোভন রুদ্র পাল অংশ্রগ্রহণ করেন।

অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন সঞ্জয় রুদ্র পাল, সুমিত পাল, নির্মল রুদ্র পাল, প্রজেশ পাল, গোবিন্দ রুদ্র পাল, অঞ্জয় পাল, গৌতম পাল প্রমুখ ।

পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়েনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান, রফিক উদ্দিন আহমেদ, এম. জুবের আহমেদ, রফিক উদ্দিন, শিক্ষক বিভূ ভূষণ ভট্টাচার্য্য, শাহাজান হামিদ, জয়নাল আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি