মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, যৌন হয়রানি ও জঙ্গীবাদবিরোধী আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সুজাউল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, কমিউনিটি পুলিশিং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন সভাপতি খন্দকার আজিজুল ইসলাম পংকি, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ প্রমুখ। এর আগে গত ১২ সেপ্টেম্বর নিজবাহাদুরপুর ও ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বর্ণি ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।