দিনাজপুরের কাহারোলে নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষে আগুন পুড়ে গেছে ট্রাকটি।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পীরেরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
জানা যায়, রাত ১০টার দিকে কাহারোল উপজেলার পীরেরহাট মোড়ে যশোর থেকে পঞ্চগড়গামী একটি ট্রাকের সঙ্গে পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা নৈশ্যকোচ কেয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই দুই গাড়ির চালক নিহত হন। এতে কমপক্ষে ২০ জন আহত হন। তবে কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।
খবর পেয়ে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার ওসি আইয়ুব আলী।