রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখার বেরেঙ্গা পানপুঞ্জিতে ‘আদিবাসী খাসি সম্প্রদায়ের ভূমি সমস্যা ও সমাধানের উপায়’ শীর্ষক আলোচনা সভা



বিজ্ঞাপন

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পানপুঞ্জিতে ‘আদিবাসী খাসি সম্প্রদায়ের বিদ্যমান ভূমি সমস্যা ও সমাধানের উপায়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ অগাস্ট শনিবার সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা ‘অভিযান’র উদ্যোগে ও মানবাধিকার সংস্থা মাইনরিটি রাইটস ফোরাম’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুঞ্জির সেক্রেটারি ক্লভিন খংলা।

অভিযান’র প্রজেক্ট কো-অর্ডিনেটর তামলিমন বার’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মিন্টু কুমার মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ সহিদুর রহমান, উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাল্লাথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমিন আরা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর আহমদ, পেরমিশন খাসা, রুবেল রাম্বায় প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি