মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সৌদি আরবে ঘূর্ণিঝড়ে মৌলভীবাজারের এক প্রবাসীর মৃত্যু
প্রবাস ডেস্ক

প্রবাস ডেস্ক



বিজ্ঞাপন

সৌদি আরবে ঘূর্ণিঝড়ে মৌলভীবাজারের মো: আব্দুল বাছিত নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট রোববার রাতে মক্কা নগরীতে এ ঘটনা ঘটে।

নিহত মো: আব্দুল বাছিত সদর উপজেলার ৪নং কাগাবালা ইউনিয়নের আপার কাগাবালা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। তিনি দুটি কন্যা সন্তানের জনক।

জানা যায়, আব্দুল বাছিত ডিউটি পালনে মক্কার আরাফাতে ছিলেন, ঝড়ের সাথে বালুকনা নাক দিয়ে ঢুকে পড়লে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মৃত্যুর সংবাদ শোনার পর তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, আব্দুল বাছিতকে সৌদি আরবে সমাহিত করা হবে। বর্তমানে তার লাশ হাসপাতাল হিমঘরে রাখা হয়েছে।