বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

সিলেটে ৩ ব‍্যবসায়ীর ঈদের আনন্দ পুড়ে ছাই
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

ঈদের আনন্দ পুড়ে ছাই হয়ে গেছে সিলেটের ৩ ব্যবসায়ীর। আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে তাদের স্বপ্নের তিন প্রতিষ্ঠান। বুধবার (২২ আগস্ট) রাত সাড়ে আটটায় সিলেট শহরতলীর কুমারগাঁও তেমুখী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে বশীভূত তিনটি দোকানের মধ্যে একটি গাড়ির পার্টসের ও অন্যটা জুয়েলারি দোকান ছিল। এছাড়া একটি মুদির দোকান ও ক্ষতিগ্রস্ত হয়।

গাড়ির পার্টস এর দোকানের মালিক আকমল হোসেন জানান, তার দোকানে কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল ছিল। জুয়েলারি দোকানের মালিক লিটন আহমদ ও জানান, কিছু স্বর্ণালংকার জরুরি জিনিসপত্র ভূষ্মীভূত হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান রুমন জানান, হঠাৎ করে একটি গাড়ির পার্টসের দোকান থেকে আগুন বের হতে দেখেন পাশের মার্কেটের লোকজন। স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কর্মীরা। অল্পের জন্য বেঁচে যায় পার্শ্ববর্তী অন্যান্য মার্কেটের দোকানপাট। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম এ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল জানান, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।