মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সিএনজি অটোরিকশা চাপায় বিশাল দাস (৭) নামের প্রথম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় জুড়ি উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিশাল উপজেলার খাগটেকা গ্রামের বিধু ভূষণ দাসের পুত্র এবং কালনীগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জাহাঙ্গীর হোসেন।
জানা যায়, বিদ্যালয় ছুটির পর মায়ের হাত ধরে বাড়ি যাচ্ছিল। বিদ্যালয়ের সামনে বাজার এলাকায় যাবার পর দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা বিশালকে চাপা দেয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় সিএনজি ও চালক বড়লেখা উপজেলার হরিকুন্ডি গ্রামের নৃপেন্দ্র বিশ্বাসের পুত্র সুরঞ্জিত বিশ্বাসকে আটক করে পুলিশ।