মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

প্রভাষক সোহেল আহমদের জানাযা বেলা আড়াইটায়
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

বড়লেখা উপজেলার শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জুড়ী উপজেলার শাহ নিমাত্রা কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক সোহেল আহমদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। ২২ অক্টোবর সোমবার রাত ৯টা ১৫ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৪ বছর। মুত্যুকালে তিনি স্ত্রী এবং ২ মেয়ে রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ আজ মঙ্গলবার বেলা আড়াইটায় জুড়ী উপজেলার ফুলতলা নয়া বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

বিষয়টি শাহবাজপুরডটকম’কে নিশ্চিত করেছেন শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক খায়রুল ইসলাম।

তিনি বলেন, প্রভাষক সোহেল আহমদ লিভার রোগে আক্রান্ত হয়ে গত রোববার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোহেল আহমদ জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি ২০১২ সালে সমাজ বিজ্ঞানের প্রভাষক হিসেবে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে যোগদান করেনে।

সোহেল আহমদের গ্রামের বাড়ি জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে। তিনি উপজেলার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।