বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বানিয়াচংয়ের সাগরদিঘীতে গোসলে নেমে জাবি শিক্ষার্থীর মৃত্যু



বিজ্ঞাপন

হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহাসিক সাগরদিঘীতে ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাবী ছাত্র হাসিবুর রহমান খানের (২০) মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুর রহমান উপজেলার সাগরদিঘীর পূর্বপাড় মহল্লার আশিকুর রহমান খানের ছেলে।

তার চাচা ওবায়দুর রহমান খান জানান, দুপুর আড়াইটার দিকে বাড়ির পার্শ্ববর্তী সাগর দিঘীতে গোসল করতে নামেন হাসিবুর। এ সময় তিনি পানিতে ডুব দেন। দীর্ঘক্ষণ ভেসে উঠতে না দেখে দিঘীর পাড়ে উপস্থিত লোকজন পানিতে নেমে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে তারা হাসিবুরের মরদেহ উদ্ধার করেন।

এলাকাবাসী জানান, হাসিবুর সাঁতার জানতেন। তিনি যেখানে ডুব দেন সেখানে তার বুক পর্যন্ত পানি ছিল। এরপরও তিনি ডুব দিয়ে আর ওঠেননি।